তুমি-আমি একাকার
- ফয়েজ উল্লাহ রবি
আমি তোমার ঘরে আগুন দিয়ে আমার ঘরেই ঢালি জল
তোমার মনে মনটা দিয়ে নিজের মনে খুঁজি বৃথাই যোগফল!
আকাশ আমি একলা দেখি তুমিও দেখো তাই
দু'জন মোরা পাশা-পাশি তবু দেখা নাই।
সাগর জলে মুগ্ধ আমি তুমি মুগ্ধ জানি
সেই যে ক'বে সাগর দেখে অবাক হলে রাণী !
ফুলের ঘ্রাণে কাতর আমি তুমি কিন্তু নয়
দুই ভুবনের মানুষ মোরা এক ভুবনে ক্ষয় !
১১ মার্চ ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।