হাসুক সর্বদল
- ফয়েজ উল্লাহ রবি
সোজা তো নয় জীবন তরি কাঁটা ভরা রাস্তা,
সঠিক পথে চলবে জীবন নয়তো এতো সস্তা !
আসবে বাধা পরবে কাদা পথ র'বে না ঠিক,
তবু জীবন চলবে পথে খুঁজে সঠিক দিক !
আলোর নেশায় আঁধার পিছে সামনে পথে চল,
আঁকা-বাঁকা পথটি ধরেই হাসুক সর্বদল !
১১ মার্চ ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।