বদলে গেছে
- ফয়েজ উল্লাহ রবি

এই দুনিয়া আগের মতো নেই তো এখন আর
সবাই সবার নিজের কাজে; কে রাখে খবর কার !
আমি মানুষ তুমি মানুষ ভুলে অন্য সব
মনটা যদি কাঁদতো তবু; ভেবে স্রষ্টা রব !

তুমি যেমন ভুলনি আমিও তাই রাখছে মনে
দু'জন-দু'জন আমরা সবাই আছি সঙ্গোপনে !

এই পৃথিবী তেমনই আছে আগে যেমন ছিলো
মানুষ গুলো বদলে গিয়ে পৃথিবীটাই বদলে দিলো !

আকাশ যদি মেঘ না করে হবে কি আর বৃষ্টি,
মৃত্যু যদি নাহি থাকে হবে কি আর সৃষ্টি !
নদী যদি জোয়ার থাকে বইবে জলের ধারা,
বেঁচে যদি থাকে মানুষ তবেই জীবন পারা !

১১ মার্চ ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।