তোমার নামেই বাজেট
- ফয়েজ উল্লাহ রবি

তাঁর মান ভাঙ্গিতে আয়োজন হাজার লোকের সভা,
মনে যে তার কীসের ব্যথা পৌছেনা সেই প্রভা ।
আঁধার করে মনের বাগান অভিমানের ঝড়,
কোন কারণে বিনা তারে করলো আমায় পর ।
পরের ঘরে আলো জ্বেলে ডাকছি আমি তারে,
যেমন আছো তেমনই থাকো আসো তবু ফিরে ।
বুকে আমার খালি আসন তোমার অপেক্ষাতে,
সামনে বাজেট তোমার কথা থাকবে সর্ব খাতে ।

১৮ মার্চ ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।