অন্তত জীবন
- ফয়েজ উল্লাহ রবি
যতোই আঘাত লাগুক মনে যায় না ভোলা তারে
কেমনে থাকবো ভুলে; ভালোবেসে ছিলাম যারে ।
যদিও সেই দূরেই থাকে আমায় নাহি মনে রাখে
তাঁর মনে মন মিশে জীবন যে তার বাঁকে-বাঁকে ।
কান্না হাসি সুখে-দুখে চলছে জীবন-যাপন
তুমি ছাড়া কে আছে আর 'বলো আমার আপন ?
আপন তুমি আপন থেকো 'হবে না তো পর ?
তোমায় নিয়েই বাঁধবো আমি স্বপ্ন সুখের ঘর ।
চার দেয়ালের ঘর নয় এটা ভালোবাসার ভুবন
এক সাথে মোর কাটবে জীবন থাকবো মোরা যৌবন ।
২০ বৈশাখ ১৪২৬, ০৪ মে ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।