রইলো বাকী অনেক...
- ফয়েজ উল্লাহ রবি

আকাশ ভাসে মেঘের ভেলায় নদী সাগর জলে,
ঝর্ণা ধারা জলের নহর পাহাড় দুঃখের ফলে ।
বুকে নিয়ে ব্যথার সাগর সূর্য রোজই উঠে,
গায়ের নিয়ে মন্দের দাগ সন্ধ্যে চাঁদ ফুটে ।
সবাই সবার কাজের কাজী মানুষরা দেয় ফাঁকি,
অনেক কিছু শিখার আছে আরো অনেক বাকী ।

২১ মার্চ ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।