ভালোবাসার রং
- ফয়েজ উল্লাহ রবি

রং মেখে ঢ্ং মানুষ সাজে ভালোবাসায় ধোঁকা,
আসলে প্রেমিক খাঁটি বন্ধু থাকে অনেক বোকা।
সহজ-সরল মানুষ যারা বুঝে প্রেমের মর্ম,
প্রেমের জলে ডুবে ওরা করতে পারে গর্ব ।

তোমার জন্য আনবো নিয়ে আকাশ থেকে তারা,
ফুটবে ফুল তোমার নামে অবাক! দেখবে যারা।
বইবে নদী নামটি ধরে তোমার চোখে চেয়ে,
সুখে-দুঃখে মিলে-মিশে যাইবো জীবন বেয়ে।

২৪/০৩/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।