তুমি আমার আশা
- ফয়েজ উল্লাহ রবি
বুকের মাঝে মনের ভেতর রাখছি তোমায় ধরে,
থাকবে তুমি সারা জীবন যাবে না তো সরে ।
আকাশ হতে আলো এনে সাজাবো যে তোমায়,
ফুলের ঘ্রাণে মুগ্ধ প্রাণে ভুলাবে না আমায় ।
চাঁদের সাথে তুলনাতে তোমার মাখামাখি,
তুমিই আমার শতো আশা তোমায় বুকে রাখি ।
২৭ মার্চ ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।