দোষ দেবো কার ?
- ফয়েজ উল্লাহ রবি

এলোমেলো ভাবনা তোমার আমি পরিপাটি,
শূন্যে আমি উড়ছি বলে সরে পায়ের মাটি ।
আকাশ ধরো যখন তুমি মুখটি সবার বন্ধ,
আমি ধরলেই যতো দোষ ছড়ায় নাকি গন্ধ ।
সকাল আমার আলোর ঝলক তুমি বলো আঁধার,
এই ব্যবধান জনম ধরে আমি দোষ দেবো কার ?

২৮/০৩/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।