পেলো খুঁজে ভালোবাসা
- ফয়েজ উল্লাহ রবি
একগুচ্ছ ফুলের সৌরভ দিলাম তোমায় প্রিয়
ভুলে গিয়ে যতো আঘাত কাছে টেনে নিও।
আমি তোমার মনের কোণে সাজাই এক বাগান
সেই বাগানে রাইখো আমায়; আমি কি নই প্রাণ ?
দেখছি না যা চোখের নজর বুকে মাঝে জমা,
দারুণ লাগা মুহূর্ত ভুলেছি তাই করো ক্ষমা।
তোমার নামেই লিখে দিলাম আমার যতো স্বপ্ন-আশা
আমার চাওয়া ইচ্ছেরা আজ পেলো খুঁজে ভালোবাসা ।
২৮/০৩/২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।