দ্রোহের আগুন
- ফয়েজ উল্লাহ রবি

দ্রোহের আগুন জ্বলে এখন শহর নগর গ্রামে,
জ্বলছে বাড়ী মরছে মানুষ মানবতা জ্যামে ।
মনের আগুন জ্বলে দ্বিগুণ নিভেনা তা জলে,
দিনে-দিনে বাড়ছে আগুন মানব কর্মফলে ।
বলার ভাষা কেঁড়ে নিলো মুখে দিলো তালা,
বুকের ভেতর অশ্রু ঝরে অন্তরেতে জ্বালা ।

৩০ মার্চ ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।