নিয়ম-অনিয়ম
- ফয়েজ উল্লাহ রবি
দেখছি যতো অনিয়ম আজ সয়ে গেছে নিয়ম
জ্বলছে আগুন চারিদিকে বুঝবো ক'বে এই যম।
মিথ্যের আড়ালে আজ চেপে গেছে মানবতা
লাগলে আঘাত সত্য প্রকাশ ফিকে সব ক্ষমতা ।
সত্য কথা তিতা বড় মিথ্যে যেনো মিঠা,
যতোই মধুর লাগুক না তা সত্যই কথার পিতা ।
থাকে না তা গোপন কভু যতোই দাও না চাপা,
হয় যে প্রকাশ সত্য সবার তখন ভুবন কাঁপা ।
৩১ মার্চ ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।