সরকারি মাল
- ফয়েজ উল্লাহ রবি ২০-০৪-২০২৪

আমার দেখা তোমার দেখা সবখানে সব মৃত
নিজের কথাই ভাবছে সবাই লুটছে কতো-শতো !
কার কথা কেউ শোনে না আজ সবাই নিজেই রাজা
ডুবছে যে দেশ ঘোর আঁধারে চলছে বাদ্য বাজা ।
ভাবি আমি আমাতেই সব অন্যরা সব ফাঁকা
বলবে না কেউ কোন কথা যদিও চলি বাঁকা ।
খাচ্ছি যে সব আমিই একা আমিই বড় নেতা
ধরলে মানুষ সব হারাবো থাকবেনা আর কাঁথা ।
এখন আমি ভুলেই গেছি পেয়ে সরকারী মাল
কেউ কি আছে দেশের মাঝে ছিড়বে আমার *ল ?

১৮ এপ্রিল ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।