আলো আসবেই
- ফয়েজ উল্লাহ রবি ২৭-০৪-২০২৪

আসবে আলো সকাল হলেই রাত্রি হলে শেষ
আঁধারটুকু দূরে গিয়ে হবে নিরুদ্দেশ ।
সুখের ছোঁয়ায় সাজবে ভুবন বাজবে সোনার বীন
দুঃখের সময় জয় করে সে আসবে সুখের দিন ।
কান্নার জল ভাসিয়ে সাগর মুক্ত খুঁজে আনে
বীর পুরুষ এই সুখ যে কোথায় ? সে কথা সেই জানে ।
একটু হাসির জন্য মানুষ হন্য হয়ে ঘুরে
কান্নার পিছেই হাসির বাগান থাকবে ঘুরে-ফিরে ।
কর্ম যে তাঁর মর্ম বুঝে সাজে তার জীবন
সুখ আর হাসি জীবন জুড়ে হবে তার আপন ।

২৩ বৈশাখ ১৪২৬, ০৭ মে ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।