ফুটবল জ্বরে আক্রান্ত ভালোবাসা
- অনির্বাণ মিত্র চৌধুরী
তুমি ভক্ত আর্জেন্টিনার,
আমার পছন্দ ব্রাজিল
চার বছরের পিরিত ভুলে
যুদ্ধে হলাম শামিল।
তুমি বলো, "লাভ ইউ মেসি"
আমি চিল্লাই "নেইমার"
খোঁচার পিঠে খোঁচার বৃষ্টি;
সম্পর্ক সেই নেই আর।
মাঠের লড়াই মাঠেই হবে,
কথার লড়াই চলছে বেশ
কথার প্যাঁচে পিষ্ট হয়ে
প্রেম পালিয়ে নিরুদ্দেশ।
তবে তাই হোক হচ্ছে যেমন,
চলছে যেমন চলুক না
মাত্র নাহয় এই ক'টা দিন
মধুর বিচ্ছেদ ঘটুক না।
তারপর সব সামলে নিয়ে
প্রেম সমুদ্রে তুলবো পাল
মেসি-নেইমার তর্ক ভুলে,
হবো দু'জন প্রেম-মাতাল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।