যত দূরে যাই
- ডাঃমোঃ ইয়াছিন আরাফাত ২০-০৫-২০২৪

মেঘের সাথে আমি আকাশে ভেসে বেড়াই-
রঙ্গিন সুতো দিয়ে আমি যখন ঘুড়ি উড়াই-
আপনার মনে আমি একাকী যে গান গাই,
সুর তাল ছন্দের মাঝে নিজেকে খুঁজিয়া পাই-
আমার মাঝেই আমি আছি যত দূরে যাই।
তুমি বিহনে কিছুই লাগেনা যখন ভালো,
নিঃসীম দূরপানে যখন দেখতে পাই আলো-
আমার মনের গহীনে যে সুধা তুমি জ্বালো-
তার মাঝেই আমি অজান্তে নিজেকে হারাই,
এইতো আমার মাঝে আমি যত দূরে যাই।
সন্ধ্যার শেষ আলোর রঙ আকাশে মিশে যায়,
নীল আর লালে মিশে একাকার হয়ে রয়-
হৃদয়ের মাঝে যে স্বপ্নের রঙধনু রঙ ছড়ায়,
সেই স্বপ্নে বিভোর হয়ে আমি নিজেকে হারাই-
খুঁজে নাও আমায়, এইতো আমি! যত দূরে যাই।
নদীর স্রোত যেমন সদা বয়ে চলে ধাবমান-
তারার আলো যেমন থাকে সর্বদা অম্লান,
বাতাস যেমন নিজ গতিতে থাকে প্রবহমান-
খুশির তোড়ে আমি যখন নিজেই দিক হারাই,
নিজেকে বলি, এইতো আমি, যত দূরে যাই।
ঝড়ের হাওয়ার গাছের পাতায় ওঠে মর্মর ধ্বনি,
আপনার মনে একাকী আমি কান পেতে শুনি-
তোমার প্রতীক্ষায় নীরবে আমি যে দিন গুনি।
কল্পনার আবেশে কখন যে নিজেকে হারাই-
দেখে নাও আমাকে, এইতো আমি, যত দূরে যাই।
বর্ষার মেঘাচ্ছন্ন আকাশে সব হয়ে যায় আঁধার,
এর মাঝেও আমি স্বপ্ন দেখি আলো আশার-
জানি না হবে কিনা পূরণ সে স্বপ্ন ঘর বাঁধার,
আমার মনের গভীরে আমি যাকে লুকাই-
তাকেই দেখতে চাই আমি, যত দূরে যাই।
গাছের ছায়ায় ক্লান্ত কৃষক করে একটু বিশ্রাম,
অবসন্ন পথিক সেথা খোঁজে সামান্য আরাম-
অনবরত এই ছুটে চলার নেই কোন বিরাম,
সকলের মাঝে শুধু তোমাকেই খুঁজে বেড়াই-
নিরবিচ্ছিন্ন আমি খুঁজে চলেছি যত দূরে যাই।
আঁধার যখন প্রকৃতিতে আসে ঘনিয়ে,
নীরবতা যখন এসে কথা যায় শুনিয়ে-
মনের গহীনে একাকীত্ব ওঠে গুনগুনিয়ে,
চোখ বুজে তখন শুধু তোমাকেই দেখতে পাই,
আমাকে দেখ, এইতো আমি, যত দূরে যাই।
আমি জানি ক্রমশ আমার ফুরিয়ে আসছে সময়,
বলা না বলা কত কথাই যে অগোচরে বাকী রয়-
কালচক্রে জীবন প্রদীপের আলোর হবে ক্ষয়,
জীবন সায়াহ্নেও আমি তোমাকেই দেখতে চাই-
আমার পাশেই থেকো তুমি, আমি যত দূরে যাই।
রাতের পরে আলোর পসরা নিয়ে আসে ভোর,
এখনও কি তুমি বন্ধ করে রেখেছ মনের দোর?
আমি তো তোমার কল্পনাতেই হয়ে আছি বিভোর।
শতবার ডেকেও যদি একবার তোমার সাড়া পাই-
তোমার দুয়ারে দাঁড়ায়ে আমি, যত দূরে যাই।
যদি তুমি আমাকে ভালো নাই বা বাসো-
যদি বা আর কখনও তুমি কাছে না আসো,
ক্ষণিকের তরে একটু দাও তোমার স্পর্শ-
আমার শেষ সময়ে এইটুকু অন্তত চাই,
শুধু তোমার একটু ছোঁয়া, যত দূরে যাই।
মাঝে মাঝে আমি ভাবি দিগন্তের শেষ কোথায়,
আকাশ যেথা মিশে মাটির সাথে, সেথায়?
নাকি যেথা আমি দেখতে পাই তোমায়?
এই প্রশ্নের সঠিক উত্তর আমার জানা নাই,
আমি শুধু তোমাকেই জানি, যত দূরে যাই।
পাখির কলকাকলিতে যখন গোধূলি নামে,
নদীর উত্তাল স্রোত যেথা সমুদ্রে গিয়ে থামে-
পথ হারায়ে যখন আমি তাকাই ডানে বামে,
তখন যেন তোমার কাছেই পথের দিশা পাই-
তুমি ধর আমার হাত, আমি যত দূরে যাই।
শ্রাবণে বর্ষা যখন আনে একটু শান্তির পরশ,
অনুরাগের আবেশে আমার চেতনা হয় অবশ,
তোমার কথা ভেবেই কেটে যেত রাত্রি দিবস!
তোমার চিন্তা মনে করে আমি যে সুখ পাই-
বঞ্চিত করোনা আমায়, আমি যত দূরে যাই।
মাঝ রাতে হঠাৎ যদি দেখি ঘুম ভেঙ্গে যায়,
দুঃস্বপ্নগুলো যখন মনটাকেই চূর্ণ করে দেয়,
হত বিহ্বল হয়ে যখন ভাবি এখন কি উপায়-
তখন মনের ভিতর থেকেই আমি সান্ত্বনা পাই,
তুমি যে আছো পাশে, আমি যত দূরে যাই।
বোঝা আর না বোঝার মাঝে আছে বিস্তর ব্যবধান,
অনেক ভেবেও বের করতে পারলাম না সমাধান-
বিপদের কথা ভেবেও হতে পারি না সাবধান,
তুমি পাশে থাকলে কিছুতেই ভয় নাহি পাই-
আমায় ছেড়ে যেও না তুমি, আমি যত দূরে যাই।
অচেনা ঘাটের খেয়া জানে না কই তার গন্তব্য,
অসহায় মাঝি বুঝতেও পারে না কি ছিল কর্তব্য!
অনেক কিছুই জীবনে ঘটে যা নয় মোটেও ধর্তব্য।
তোমার সাহস পেলে আমি সব বাঁধা উতরে যাই-
আমায় সাহস দিও তুমি, আমি যত দূরে যাই।
জানি একাকীই বাকী পথ চলতে হবে আমায়,
অনর্থক আর ডেকে কষ্ট দিতে চাই না তোমায়,
আমার যে খুব দ্রুত ফুরিয়ে আসছে সময়-
শেষ মূহুর্তেও যে আমি তোমাকে দেখতে চাই,
তুমি থাকবে তো পাশে? আমি যত দূরে যাই!
সামান্য সময় যদি তুমি আড়াল হও চোখের,
আমার মনকে গ্রাস করে চিন্তা সবই দুঃখের,
স্বস্তি পাই যখন কোন কথা শুনি তোমার মুখের!
শেষ বেলায় যেন আমি তোমার কথা শুনতে পাই-
এই অনুরোধটা রেখ, আমি যত দূরে যাই।
আমার কথাগুলো জানি না থাকবে কিনা স্মরণে,
যদি থাকে তবে যে আমি সুখী হব মরণে-
প্রতি মূহুর্তে আমি যে মরে বাঁচি হৃদয় ক্ষরণে!
তোমার স্মৃতির পাতায় কি একটু মিলবে ঠাঁই?
বেশী না, এইটুকুই চাই, আমি যত দূরে যাই।
মেঘে মেঘে যে অনেক বেড়ে গেল বেলা,
এরই মাঝে জীবন করে নিলো কত নিষ্ঠুর খেলা,
অসহায় আমি মাঝ সমুদ্রে ভাসাই ভেলা!
বহুদূরে গিয়েও আমি কূলের দেখা নাহি পাই-
কেউ ডাক দিলো না আমায়, আমি যত দূরে যাই।
রাতের আকাশে কখনও যদি দেখো সন্ধ্যাতারা,
জানি না তখন আমার কথা মনে করবে কারা,
আমার কোলাহলে হয়ত বিরক্ত হত যারা!
সকলের মাঝে আমি বেঁচে থাকতে চাই,
মরতে দিও না আমায়, আমি যত দূরে যাই।
রাতের আঁধার যখন আসবে ভোর হয়ে,
তখন আমি থাকবোনা তোমাদের মাঝে রয়ে!
স্মৃতির পাতা থেকেও আমার কথা যাবে ক্ষয়ে-
তখন যদি আমি আর কারো দেখা না পাই,
তুমি একবার খোঁজ নিও, যত দূরে যাই।
আমার শৈশবের খেলার সাথী ছিল যারা,

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।