প্রতীক্ষা
- অনির্বাণ মিত্র চৌধুরী

আমি খুঁজেছি তোমায় কতটা দিন, কতটা রাত
কখন তুমি কাছে এসে বাড়িয়ে দেবে হাত?
মনের ছোট্ট ক্যানভাসে এঁকেছি তোমার ছবি
তোমায় নিয়ে কবিতা লিখে হয়েছি আমি কবি।
তোমায় নিয়ে নতুন ছন্দে বেঁধেছি কত সুর
তোমায় নিয়ে ভাবনারাজ্যে হেঁটেছি বহুটা দুর।
মনে আনমনে তোমায় নিয়ে ভেবেছি কতবার
তোমায় নিয়ে দেখেছি স্বপ্ন - সুখেরই সংসার।
কেন তুমি আছ দুরে দাঁড়িয়ে? এসো আমার কাছে
তোমার জন্য মনবাগিচায় অনেকটা জায়গা আছে।
এসোনা তুমি আরো কাছে, ধরোনা এ দু'টি হাত
পাশে যদি থাকো তুমি, নামাবো প্রেমের প্রপাত।
তোমার আশায় প্রহর গুণে কাটছে দিবা নিশি
জেনে রেখো বন্ধু, তোমায় অনেক ভালবাসি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।