ঔপনিবেশিক রূপকথা
- অরুণ কারফা

যতই আমরা উঠি না কেন
ঊর্দ্ধে ওঠার শেষ নাই
মেঘ চলেছে পাহাড় ডিঙ্গিয়ে
ওদের কোন দেশ নাই।

হতেম যদি পাখির মতন
পাখনা মেলে দিতেম তখন
পেরিয়ে গিয়ে অন্য দেশে
জমিয়ে বসতাম সেখানে শেষে
চক্ষে ঘুমের লেশ নাই
উচ্চাকঙ্খার শেষ নাই।

পৌঁছে গেলে অন্যদেশে
প্রথমে থাকতাম বনিক বেশে
তারপর পরে রাজার বসন
শুরু করতাম ওদের শোষণ
মানুষের লোভের শেষ নাই
লোভীর কোন দেশ নাই।

সব লোভীরই আছে দাওয়াই
তা হচ্ছে প্রতীবাদের ভাষাই
বিপ্লবের তো কোন বিকল্প নাই
কল্পনা সে রকম করাই বৃথাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।