একাই কেঁদে গেলাম
- ফয়েজ উল্লাহ রবি ২৫-০৪-২০২৪

যার কারণে ঘর ছাড়িলাম করলাম আপন পর
সে থাকে দূরে-দূরে হইলোনা আর বাঁধা ঘর ।
শূন্যের মাঝে হাত বাড়িয়ে ধরলাম মিছে পথ
একাই আমি কেঁদে গেলাম থামে আমার রথ ।
না বুঝে তাঁর আদাব-স্বভাব ধরলাম তারই হাত
এখন প্রায়ই কাটে আমার আঁধার গভীর রাত ।
যতো দিনে বুঝলাম আমি সে নয় আমার প্রিয়
ততো দিনে সব হারালাম; আমার খবর নিও ।

০৭ মে ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।