ভালোবাসার সুর
- ফয়েজ উল্লাহ রবি ২৬-০৪-২০২৪

'চলছে যেমন স্বদেশ আমার পাগলা ঘোড়ার পিঠে'
দাপিয়ে বেড়ায় পাপীরা আজ মাঠে-ঘাটে ।
'ক্ষমতা যার লাঠি যে তার' অন্যরা সব প্রজা
'ভোগ বিলাসে কাটছে জীবন' প্রজার শুধু সাজা ।
বদলে-বদলে বদলাবে দিন এই অপেক্ষায় আছে
একটু আলোর সুতায় ধরে মানুষ আজো বাঁচে ।
আঁধার আজো ঘিরে আছে চোখ রাঙ্গিয়ে দেখে
দূরে কোথাও কেউ এখনো আলোর কাব্য লেখে ।
আসবে নিশ্চয় আলোর মিছিল আঁধার করে দূর
বাজবে তখন চারিদিকে ভালোবাসার সুর ।

২৮ এপ্রিল ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।