সময় খেলা
- ফয়েজ উল্লাহ রবি ২৭-০৪-২০২৪

ভাঙ্গবে যে ঘুম সকাল হলেই এমন কিন্তু নয়
হঠাৎ কখন আসবে যে ডাক জীবন মৃত্যুময় !
উঠবো না আর জেগে আমি থাকবো চির ঘুমে
রেখে যাওয়া স্মৃতি গুলো রাখবে কি গো চুঁমে ?
সকল হিসেব শূন্য করে খালি হাতেই যাবো
নেবো না তো কোন কিছুই সঙ্গে কি আর পাবো !
একা এলাম একাই যাবো মাঝে সময় খেলা
হেলায়-হেলায় কাটলো জীবন আমার অবুঝ বেলা ।

০২ মে ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।