ঘুষখোর
- ফয়েজ উল্লাহ রবি ২০-০৪-২০২৪

নিজের লোভেই ডুবে মানুষ সত্যটা যায় ভুলে
ক্ষণকালের এই জীবনটারে অমরত্বে তুলে ।
থাকবো ক'দিন ভুলে যে যাই লোভের নৌকায় চড়ে
নৌকা কি আর পৌছে সেথায় ? আপন-আপন ঘরে ।
যা কিছু নয় আমার তাও আমার শুধুই চাই
লুটেপুটে আখের ঘোচাই যা যেখানে পাই ।
ঘুষ খেয়ে ভুলে পেটের খবর; পেট খুঁজে না পাই
এতো বড় পেটের তলে নিজের চে... খুঁজে বেড়াই ।

০২ মে ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।