হরিলুট
- ফয়েজ উল্লাহ রবি

আমার টাকায় তোমার কেনা এতো দামী বালিশ,
'চোরের খনি আমার দেশে' কারে দেবো নালিশ!
কিনতে চুলা করছো খরচ আনতে যে তার অধিক
এমন করে করলে চুরি- দেখবে না তো দেশ দিক !
হরিলুটে চলছে যে দেশ - সামনে শুধুই আঁধার
কে বেশি খায় প্রতিযোগী' দোষ দেবো যে কার?
প্রজা মোরা এই অপরাধ' সয়েই তো যাচ্ছি রোজ
বীর সেনারা ক্ষুদায় মরে; দেশ রাখেনা তাঁর খোঁজ !

"খালি হাতে এসেছিলে যাবে খালি হাতে
একটুও কি ভাবনা তা একলা কোনো রাতে"?


১৭ মে ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।