একটি মানুষ চাই
- রফিকুল ইসলাম রফিক

কী করে জীবন চলে গতিময় জীবনের সাথে
ডিঙিয়ে হাজার বাধা কেউ কেউ হাতে হাত রাখে
হতাশার অন্ধকারে জ্বলে ওঠে আশার প্রদীপ
গহীনে বিজন বনে বয়ে যায় মধুর বাতাস
হৃদয়ের তলদেশে কয়ে যায় হৃদয়ের কথা
কেবল হৃদয় জানে কতো তার মাখা আকুলতা।

সময়ের অগ্নিতাপে পোড় খাওয়া এ'মাটির গায়
শ্রাবণের বারীধারা যেইভাবে শান্তির প্রলেপ মাখায়
ঠিক তার মতো চাই ভালোবাসা মহিমা অপার
চাই একটি মানুষ আজ সব মানুষের লাগি।
জীবনের বন্ধুর পথে হেঁটে চলা ক্লান্ত পরিশ্রান্ত
অগণিত জীবন পথিকের আজ এমনটিই দাবি।
১৭/০৫/১৯.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।