শিক্ষা গুরু
- হাসান আল মাহদী ২৬-০৪-২০২৪

হে শিক্ষা গুরু!
জন্মের পরে নতুনভাবে জন্ম দিয়েছ তুমি,
তুমি শিখিয়েছ অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে,নিজের অধিকার আদায়ে আন্দোলনে যেতে।কিন্তু জগতে যুগে যুগে মানুষ বেশ দারী কুলাঙ্গারদের জুলুমের শিকার শিক্ষার ঝুলি।।

হে শিক্ষা গুরু ক্ষমা করো!
দিতে পারিনি তোমায় যথাযথ সম্মান,
তোমার অপমানে কাদেঁ মন ও প্রাণ।
তুমি যে অন্যায় আবদারে টলোনি
তাই কুর্নিশ করি লও মোর সালাম।


(পাবনার বুলবুল সরকারি কলেজের অধ্যাপক স্যার এর প্রতি সহমর্মিতা।)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।