বাকিটা না হয়
- অনির্বাণ মিত্র চৌধুরী
পাষাণী, সত্যিই তুমি বড় পাষাণী।
নিষ্পাপ এই হৃদয় নিয়ে ছিনিমিনি
খেলে কি লাভ হল তোমার?
তুমি কি আমায় কোনদিনও ভালবাসোনি?
কি সহজেই না বললে সেদিন
আমায় তুমি আর ভালবাসো না।
একবারও কি ভেবে দেখলে না
আমি তোমাকে কতটা ভালবাসি?
তোমার জন্য কতটা feel করি?
দুস্ִস্ִ! আমি কাকে কি বলছি?
এগুলো বুঝলে তো তুমি আর
আমায় ছেড়ে যেতে পারতে না।
যাক গে, ভালোই হল
ভালো একটা শিক্ষা পাওয়া গেল।
কাউকে নিজের চেয়ে বেশি ভালবাসতে নেই
- এই কথাটা এতদিন জানতাম
তবে ঠিকমত বুঝতাম না।
কিন্তু এখন সেটা হাড়ে হাড়ে বুঝি।
আবার নতুন করে বাঁচার উপায় খুঁজি।
হয়তো তোমারই মত কাউকে
জীবনে আবার পাব
কিন্তু তাকে আর নিজের চেয়ে
বেশি ভালবাসব না।
জানোই তো ঘরপোড়া গরু
সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়
কথাটা মনে রেখ, ভুলে যেও না।
যাক গে, তুমি ভালো থেকো, সুখে থেকো
আর একটা কথা তুমিও মনে রেখো
কাউকে নিজের চেয়ে বেশি ..….
থাক্ִ, আর না ই বা বললাম
বাকিটা না হয় নিজেই বুঝে নিও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।