লুটতরাজের রাজ
- ফয়েজ উল্লাহ রবি
দেখছি যাহা দু'চোখ মেলে লাগে সবই ঠিক,
তলে-তলে চোরের দলে দিচ্ছে ঘাড়ে কিক ।
লোক দেখেনো ভালো মানুষ করছে বড্ড ভিড়
ভাব খানা তাঁর যুদ্ধ জয়ের যেনো জয়ী বীর ।
মাঠ খেয়েছে ঘাট খেয়েছে খাচ্ছে নদীর জল
দুই হাতে সেই লুটছে দেখো বাকীরা বিফল ।
সকাল লুটে বিকেল লুটে লুটে সন্ধ্যাতারা
চুপ করে যে দেখছে সবই "যাচ্ছে সে রোজ মারা"।
আর কতো কাল দেখবে সাথী লুটতরাজের রাজ
মানুষ হয়ে জন্ম বৃথা - হচ্ছে না কি লাজ ?
সোমবার- ০৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ২০ মে ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।