ভাবনার হয় না শেষ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ভাবতে ভাবতে
দিন যায় রাত যায়
ভাবনার হয় না রেশ,
কেন মানুষের জন্ম
মৃত্যু দিয়ে হয় শেষ।

কেন মানুষ বেঁচে থাকে না আজীবন
কেন মানুষের কাছে ছোট্ট এই বিশাল ভুবন,
কেন মানুষ আনন্দে হাসে
আবার কেন কষ্টের নদে ভাসে।


কেন এমন হয় মানুষের সঙ্গে
ভাবতে ভাবতে
হারিয়ে যাই ভাবনার রঙ্গে
তবুও ভাবনার শেষ হয় না
ধরে না মনে ভাবনার জঙ্গে.....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।