বাঙালির চেতনা
- মোঃ নাসির উদ্দীন - চেতনা কাব্য

বুকেতে সাহস রাখি,
বাঙালি সঙ্গে রাখি,
হবে রে হবে একি,
আমরাও হারাতে পারি, জিততে পারি ও বিশ্ববাসি.....
দে উডিয়ে দে, বাঙালি,
দে উডিয়ে দে.....
ছয়ে চারে, বলে বলে, মাঠ পেরিয়ে দে ।

বিশ্ববাসি দেখবে এবার টাইগারের খেলায়,
বিশ্বসেরা অলরাউন্ডার এই দেশেতে হায়,
আমরা সবাই মজিব সেনা,
ভয় করিনা কোনো খেলা,
মন মাতাবো, জয় আনিবো
বল আনিয়ে দে..... ।

১৬ কোটির একটা নেশা, টাইগার জিতবে কয়,
দিনে রাতে একটাই স্বপ্ন বিশ্বকাপ জিতবে হায়।
হয়েগেছি দিশেহারা,
ভাললাগেনা শিরোপা ছাড়া,
জয় এনেছি, জয় আনিবো,
ভয় করি না যে.....।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১১-০১-২০২০ ১৬:১০ মিঃ

Excellent

১০-০১-২০২০ ২১:৫৬ মিঃ

অসাধারণ