দুঃখের বিনিময় সুখ
- ফয়েজ উল্লাহ রবি

দুঃখ যদি না সয় তোমার কোমল এই মনে
তবে; কেমনে করো সুখের আশা জীবনে ?
কান্নার জলে গোসল যদি না করো কভু
বুঝবে কেমন সুখের সাগর ? একলা থাকো তবু ।
চোখের মায়া শূন্য কায়া সব কিছু নয় আসল
মিছের পিছে ঘুরে বেড়াই থাকে শুধু নকল ।

০৬/০৫/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।