সুখ-দুখ সমান-সমান
- ফয়েজ উল্লাহ রবি

সুখেই যদি থাকবে তুমি দুঃখ না নাও কভু
এমনতো আর হবে না গো সমান রাখেন প্রভু ।
'এক হাতে সুখ এক হাতে দুখ' সুখেই সাজবে জীবন
ধৈর্য্য যদি হারাও তুমি 'সুখ নয়; আসবে মরণ' ।
কান্নার রাত পেরিয়ে তুমি পারে সুখের প্রহর
দুঃখ জলের সাগর পাড়ে মিটা জলের নহর ।
আঁধার কভু এক জীবনে রয় না চির কাল
আসবে আলো কালো ছিড়ে হবে যে সকাল ।
দুখের পরেই সুখের নদী দেখতে তুমি রাজি
আশাহত হতে না যে - ধরতে জীবন বাজী ।

০৬/০৫/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।