জাগলে মনে প্রেম
- ফয়েজ উল্লাহ রবি

যার মনে প্রেম জেগে উঠে মানে না সে বাধা
হাজার বছর অপেক্ষাতে আসবে তাঁহার রাধা ।
আকুল পরান বুঝে না যে; সবই লাগে সাদা
অনিয়মও নিয়ম লাগে সহজ লাগে ধাঁধা ।
মিষ্টি মধুর লাগে যে তাঁর কঠিন কঠোর সাজা
স্বর্গ মোহে থাকে সদায় নিজকে ভাবে রাজা ।
চারিপাশে সুরের নহর সুখের বাদ্য বাজা
ডুবে থাকে প্রেমের সুরায় তিতাও লাগে খাজা ।

০৮/০৫/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।