শেষ দিন
- ফয়েজ উল্লাহ রবি

সূর্যটা যে ডুবছে বলে - আসবো আবার কাল
আসবেনা সে যেদিন তখন পরবে যে আকাল ।
নিয়ম গুলো অনিয়মে - নামবে ঘোর আঁধার
সব দরজা বন্ধ হবে মাফের সব দুয়ার ।
চাওয়া-পাওয়ার সব হিসেবেই থাকবে ভবে খালি
শূন্য হাতে যেতে হবে মিলবে শুধুই গালি ।
কঠিন-কঠোর সেই দিনে আর পাবে না কেউ মাফ
শাস্তি ভোগের দিন শুরু হয় যার যতোটা পাপ ।


০৮/০৫/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।