ডুবে প্রেমের জলে
- ফয়েজ উল্লাহ রবি

প্রেম চিরকাল দেখতে সুন্দর মিষ্টি মধুর মায়া
ডুবে যে জন প্রেমের জলে ভিজে না তাঁর কায়া ।
কেটে যাবে সারা জীবন দেখে-দেখে ছায়া
চিনে না সে আপন আর পর চিনে না তো ভায়া ।
প্রেম সাগরে ঝাঁপ দিয়ে যায় মাপে না তাঁর তলা
প্রিয়ার নামটি মুখে জপে উপর তুলে গলা ।
রাতের আঁধার প্রেমের চোখে লাগে শুধুই ধলা
কতো প্রেমিক প্রেমের তরে খাচ্ছে কতো কান মলা ।
ভালো-মন্দ আঁধার-কালো সবই লাগে ঠিক
প্রেম আর যুদ্ধে সবই জায়েজ নয় কিছু বেঠিক ।


০৮/০৫/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।