মন্দ্রিত বর্ষা প্রহরে
- তানজির উদ্দিন
ওগো বিস্তরি হয়েছে তোমারি আবেগ মোর প্রাণে
অসীম বন্ধনের সুর লহরীত গানে
ওগো বিস্তরি হয়েছে তোমারি চরণ ধুলো ঘরে
নব উন্মনায় এবার ধুলোয় মোরে
লহ্ও ওহে নব নূতন কৃষ্ণ উপমায় ধুলো ঘরে
এগিয়ে এসে বিলাও স্নিগ্ধ রূপ তব এ মোর ঘরে ।
দেবী চরণে সঁপি মোর ঊষা বেদী
হেথায় নাহি আজি নব রঙ নিধি
ও নিধি নিষ্ঠুর রঙ্গ করি ফুরোয় মোর নিশিতা
ও নিধি নিঠান দরিয়ায় ডুবায়ে চলে মগ্নতা
মোর নিশিতের ও মগ্নতা
ঘরের ধুলোয় ওঠে রঙিল জীবনের গান শেষ বাদ্যে
ফুরোয়ে যায় হারিয়ে যায় ধুলোয় ঘরের ধুলোয় এ অদ্য ।
বেলা পড়ে এল বলে এখন ফিরে চল ঘরে
অভুক্ত তেষ্টা ফুরাবে নিধির সেই অধরে
এবার ফিরে চলে ঘরে বলা পড়ে এল বলে
ক্লান্ত দিবস রঙ্গে সঞ্চারিয়া নব অরুণ গায় দলবলে
তুলোর মতন ধবল কেশরাশি বৃদ্ধত্বের নব উপমে এলে
শোর ওঠে ওরে ঐ গগণ কোণে শোর ওঠে গুরু গুরু সহস্র ডাকে
কানে কানে বজ্রাঘাতে চলে উন্মনার বিজয় নৃত্য সুখে কালো কেশ দেখে ।
নিভে যায় সহসা দিনের আভা
বিলায়ে তাহারি সুখ
স্মৃতির পাপড়ি খুলে নব শুভ্রা
বিলায়ে তাহারি সুখ
এবার কাঁদিছে পিরীতির তরে মহা মহা রথের উপমে
উগরিয়ে চলে মর্ত্যলোকে তাহার যাত্রায় গানে দমে দমে ।
ও বিভাসে ভাসে ভেসে চলে মেঘ অম্বরি
কানাকানি করি চলে ফিরে চলে সাড়ম্বরি
রচিয়া গগণ পথ একখানি দেবী জাগরণ অর্ধপুজো সমাপনে
চলে ফিরে চলে চলে পেরোয় তাহারি দিবসের গানের বাদ্যনে ।
তাই ভোলে চলে মেঘকন্য এই বরষার দেশে আসি
তাহারি অম্ব অম্বে ভরি অম্বরে অম্বরে
সহস্র তাহাই লুটে পড়ে যাত্রার ক্ষণের পরে ।
পুনঃ দোরে মোর ঘরের দোরে ক্লান্ত অরুণধাত্রী
সমস্ত হিসেব চুকে এলে বর্ষার মাগি প্রেমময় আর্তি
খোঁজে অরুণে অরুণ উপমে মোর ভিক্ষায় থাকে এ কোন ধাত্রী ?
পরশ মেখে স্মৃতির জোয়ার তারি অম্ব বর্যণে ভেসে চলে ভেসে চলে সমাপন করি আর্তি ।
রোদনের ক্ষণে জাগ্রত হয়েছে বলে কল্লোলে ক্ষণপ্রভা
বিদ্যুত্ চমকি চমকি আসে কল কল্লোলে ক্ষণপ্রভা
বর্ষার ক্ষণে সাড়া পাইয়ে ক্ষণপ্রভা তাহারি আলোকে
বিদগ্ধ বুক চিরে ধরণীর তেজে লুটায়ে দেখে আলোকে
সমুজ্জল আলোকে ।
কহিছে জেগে ওঠ কাননে কাননে সাড়া পড়ে তারি
ঘরে ঘরে উন্মনা দেবী ফিরে আসি ঝরায় বারি
দূরে ঝরে বর্ষা বারি মর্ত্যলোকে
প্রাণে বারি ঝরে ঝরে আনন্দলোকে ।
এ প্রাণে বর্ষা অম্বরি সাজে ও আনন্দলোকে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।