ডায়েরী
- হোসাইন মুহম্মদ কবির ২৭-০৪-২০২৪

যখন আমার জীবনে হতাশার মেঘ জমেছে,স্বপ্ন ভেঙ্গে চুরমার, বেঁচে থাকা
অনিশ্চিত, উদাসী মন নিয়ে একা জানালা দিয়ে মেঘে জমা অন্ধকার আকাশ দেখছিলাম,দিনটি ছিলো বসন্তের প্রথম দিন,হঠাৎ তুমি এলে,আর
আমায় চমকে দিলে, আমি তো অবাক।
সত্যি তুমি আমার জীবনে বসন্ত হয়ে এলে। তোমার দর্শনে আনন্দে দিশেহারা,কখনো ভাবিনি যে
আমার অবহেলা অপবাদ মিথ্যে অভিনয় সব তুচ্ছ করে, আমায় অবাক করে দিয়ে সম্মুখে এসে দাঁড়ালে,
তোমার ভালোবাসার কাছে আমার অহংকার মিথ্যে ছলনার মরণ হলো এ বসন্তে।
যখন তুমি আমার চোখে তাকালে
তখন অপলক নয়নে দেখছিলাম
তোমার চোখে, আমার প্রতি কোনো রাগ নেই, সীমাহীন ভালোবাসার ছড়াছড়ি।
আমার প্রতি এত প্রেম কারো চোখে এই প্রথম দেখলাম।
আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, ইচ্ছে হচ্ছে নিজেকে উজার করে দেই তোমার তরে,
কিন্তু সে সাহস কি আমার আছে?
সামাজিকতার দেয়াল দু'জনার মাঝে।
এ চোখের ভাসা, এ মনের না বলা কথা
কভু হয়তো তুমি বুঝবে না,
আমার মন কী চায়,সত্যি বলতে তোমার কোনো দোষ নেই, আমার সকাল সন্ধ্যা
কথার পরিবর্তন এ সবই তোমায় বুঝতে অক্ষম করেতুলেছে দিনের পরদিন, তোমার চাওয়া পাওয়া আমি বুঝি।
কিন্তু আমি যে চাইলেই সব পারি না
আমি যে নারী। নারীরা আজও বন্দী এ সমাজের বিধানে, তোমার শূন্যতা পূর্ণ করতে, আমি অন্যের ডাকে সারা দিতে বাধ্য হয়েছি,এ শরীর টা ভালো মন্দ বুঝেনা,চায় শুধু তৃপ্তি, তবে এমন তোমায় ঠিক ভালোবাসে, ভালোবাসি তোমার অভিমান, ভালোবাসি তোমার প্রেম, তোমার আদর।
অসম্ভব ভালোবাসতে পারি না,
হয়তো কভু পারবো না।
তোমায় আমি কিছুই দিতে পারিনি
আজ তোমায় একটা ফাঁকা ডায়েরী
দিচ্ছি গ্রহণ করো।
আমি যখন থাকবো না পাশে
তখন আমায় কিছু বলতে চাইলে
এ ডায়েরীতে লিখো। লিখো আমার প্রতি
তোমার হাজার অভিযোগ ,
জানো তো আমি বড় মিতব্যয়ী,খুব দামী কিছু দিতে পারলাম না,
হয়তো কভু তা পারবো ও না,
কারণ আমি যে বড় মিতব্যয়ী।
তোমার ভালোবাসার কাছে এ উপহার বড় সামান্য,তবু যত্ন করে রেখো,
আমি জানি তোমার জীবন সঙ্গী
হওয়া আমার জন্য অসম্ভব,
তোমার চাওয়া পাওয়ার মাঝে
দুটি মনের অনেক বেমিল
তুমি কভু আমায় সুখী করতে পারবে না
আমার যে অনেক চাই।
আমার যে আকাশ ছোঁয়া স্বপ্ন
তুমি আমায় তোমার সামান্য প্রেমে
মন ভরাতে পারবে না,
আমি তোমার স্বপ্ন রানী হবার কোনো যোগ্যতা আমার নেই,
আমি যে বাঁধন ছাড়া,ছন্নছাড়া লাজলজ্জা হীন নারী।
যা তোমার বড় অপছন্দের
আমি তোমার স্বপ্ন রানী হতে অক্ষম ।
তোমার ভালোবাসা পাবার অনেক আগেই হারিয়েছি যা ছিলো আমার
কী দেবো তোমায়?
টুকরো-টুকরো ভাঙ্গা মন, রক্তাক্ত হৃদয়, বিলীন হয়ে যাওয়া প্রেম?
কী আছে আমার? কী দেবো তোমায়?
আমি তোমায় আর ঠকাতে পারবো না
তুমি যে প্রতারক প্রেমিক নয়,
আমি অনেক প্রতারিত হয়েছি,
এ ছোট জীবনে, রাগে প্রতিশোধের খেলায় মেতেছি, প্রতারক হতে চেয়েছি, কিন্তু বিশ্বাস করো,তোমার ভালোবাসার কাছে আমি পরাজিত হয়েছি,
অভিনয় করতে করতে সত্যি তোমায় বড় ভালোবেসে ফেলেছি,
তোমার বিশ্বাসের অমর্যাদা করেছি অনেক, তোমার দৃষ্টির আড়ালে অনেক হয়েছি নষ্ট।
সে কথা শুনলে তুমি পাবে কষ্ট।
তোমায় আমি আর ঠকাতে চাই না
তাই দূরে দূরে থাকি।
তবে মাঝে মাঝে আমি ভুলে যাই
আমার অপরাধ, আর তখন ভালোবাসায় পাগল হই,বার-বার ছুঁতে ইচ্ছে করে তোমায়, মিলেমিশে একাকার হতে ইচ্ছে করে, ইচ্ছে করে ঘর বাঁধতে।
, হঠাৎ যখন মনে পড়ে যায়
যে আমি এক প্রতারক প্রেমিকা,
তখন আর তোমার সামনে দাঁড়াবার সাহস পাইনা, নিজেকে গুটিয়ে নেই।
নিজেকে তোমার থেকে আড়াল করে রাখি।তবে বিশ্বাস করো
আমি সত্যি তোমায় ভালোবাসি,
আমি আর পাঁচ টা মেয়ের মত না
আমি গ্রামের সাধারণ মেয়ে না,
আমি শহরের প্রতিভাবান অসাধারণ মেয়ে, সাধারণ জীবনযাপন আমার ভালো লাগে না,আমি যে আমার মতো
আমি দামী কিছু দিতে পারি না ঠিক,
তবে যা দিয়েছি তা কম নয়,
আমার প্রথম ও শেষ উপহার সাদা ডায়েরী ,আপন করে রেখো,
আর আমায় ক্ষমার চোখে দেখো।
জানি তোমার অনেক কষ্ট হবে
কিন্তু সারাজীবন কান্নর চেয়ে
কয়েকদিন না হয় কেঁদো।
নিজেকে সান্ত্বনা দেই, আমি অপারগ ভেবে। আমি বড় হতভাগী কলঙ্কিনী।
তোমার প্রেমের কাছে আমি বড় ঋণী।
ভুলে যেও এ কামিনী, ও হে আমার শ্রেষ্ঠ প্রেমী।

৫/৬/১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।