প্রতিদিনই প্রতিপদে প্রতিক্ষণে
- অরুণ কারফা
প্রতিদিনই প্রতিপদে প্রতিক্ষণে
অনামিকা অবলীলায় আনমনে
সাজিয়ে যায় তার দাবায় ঘুঁটি
কবে যেন দোঁহে হবে তারা জুটি।
মনের মাধুরী মনেতে মেলাতে
জোছনের জাদু জোছনে জড়াতে
বুনে যায় মালা এক সূত্রতে
কবে যেন তারা পড়বে গলেতে।
এমনি এক নিরালায় একান্তে
হঠাত হাজির হয়ে হন্তদন্তে
ঝড়ের বেগে এসে বরের বেশে
উড়িয়ে নিয়ে যাবে তুরি মেরে সে।
ঝড় ঝঞ্ঝা ঝুট ঝামেলা ঝগড়া
সঙ্কটে সবার সঙ্গে সখ্য সারা
হলেই নবীন বসুন্ধরা গড়ে
বৈষম্যের বিরুদ্ধে লড়বে জোড়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।