প রা জ য়
- ফয়েজ উল্লাহ রবি

যখন তুমি দূরে রাখো ইচ্ছে করেই ভুলে থাকো
ভাল্লাগেনা কোনো কিছুই দূরে থাকা আর; যায় নাকো ।
পর করিবেই ভাবছো যখন করছো কেনো অভিনয়
সোজা কথায় বলো সখি মেনে নেবো পরাজয় ।
তোমার পথে তোমার রথে থাকো তুমি একা
দূরে সরে থাকবো ঘরে দেবো না তো দেখা ।
একাই তুমি খুঁজে নিও সুখেরই সেই বন্দর
দূর থেকে সেই দোয়াই করে দুঃখী আমার অন্তর ।



১০ জুন ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।