মেঘ পাখি রোদ্দুর
- সেনাপতি আকাশ - খোকুমনির ছড়ার রাজ্য ২৬-০৪-২০২৪

মেঘ পাখি রোদ্দুর!
মেঘ বলে: যাই চলে।
তুমি ঘুর ভাই,আপনবলে
পাখি বলে: যাও ভাই
সালাম আমার নিও গায়। ভেঙ্গোনা সাধের ঘর, উরাইওনা গাছের জর। মেঘ বলে: রোদ ভাই, যাই চলে আমার ঘায়। বেশি রোদ না ছরাইও, পাখির ঘর না পুরাইও । না হলে আসব যখন, পালাতে তোমি পারবেনা তখন।
রোদ বলে: ভয় পেয়ে,
চিন্তা করো না যাও এগিয়ে।
কিন্তু তোমি জান কী,
রোদ কেন বেশি হয়।
রাগ তোমার বেশি হলে,
হাজার গাছ উপরে ফেলে,
যখন তুমি যাও চলে তখনি আমি তাপ দেই।
সেই দূষ তো আমার নয়।
পারলে থামাও গাছ কাঠানো,
সাথে তুমার রাগ কমানো। তাতেই রোদ কম হবে, পাখির ঘর না পুরবে । মেঘ বলে: তাই হবে , আমার রাগ কম হবে । মানুষকেও তা বুঝতে হবে,
তাহলেই পরিবেশ রক্ষা পাবে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।