জামাই ষষ্ঠী
- উত্তম চক্রবর্তী ২৫-০৪-২০২৪

আমি তুমি পৃথিবীতে যত লোক আছে,
কিছু বিধানের কাছে সমর্পণে বাঁচে।
ক্ষুধা নিবারণে যদি খাদ্য প্রয়োজন,
তাবৎ দুনিয়া চলে শুধু আয়োজন।

সন্তানাদি কামনায় ষষ্ঠী দেবী পূজে,
আমন্ত্রণে মেয়ে-বর পুলকেও মজে।
দুটি পরিবার যেন অটুট বন্ধনে,
মেয়ে ও জামাই থাক সুখপ্রদ স্থানে।

আপদ-বিপদ যাক দূরে সরে সব,
শান্তি কামনায় ডাকি নিরবধি রব।
সবুজ সতেজ হোক সকল তোমার,
ধনেজনে ভরে যাক বাসনা সবার।

দইমিষ্টি নানা ফলে আপ্যায়নে কতো,
উপহারে ভরে দেয় জামাইকে যতো।
সংসার জীবন যেন সুখময় হয়,
আশীর্বাদে জামাই ষষ্ঠী পালনে রয়।

তাং- ০৮/০৬/১৯ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।