তুমি আসবে বলে
- হাসান আল মাহদী ২৭-০৪-২০২৪

আজ অনেক দিন তোমার দেখা নাই
তোমার পদচিহ্ন আকা মেটো পথটি
প্রবল বর্ষার জলে ধুয়ে গেছে,
তুমি আসবে বলে -
পথ চেয়ে অপেক্ষায় দাঁড়িয়ে আছি
আমার নির্জন বারান্দায়।

উঠানের কোণায় কদম ফুল গাছটায়
হলদে সাদা কদম ফুলে ছেয়ে গেছে
কতদিন হলো গুজিয়ে দেয়নি তোমার মাথায়
কদম ফুল,এসো তুমি প্রেয়সী,
এখনো ভাঙেনি কি তোমার ভুল।

আজ নিরালায় জানালার পাশে বসে বৃষ্টি দেখি
ছুয়ে দেখতে বড় ইচ্ছে হয়,
তুমি হীনা শ্রাবণ ধারার প্রতিটি জলের ফোটাকে
যেন বিরহের কথা কয়।

এভাবেই নিঃসঙ্গতা ঘিরে রাখে আমায়
অনুভবে স্মৃতিগুলো জমাট বাধে,
সব ছেড়ে ফিরে এসো তুমি আমার অাঙিনায়
কোমল হাতের স্পর্শ আসুক আমার কাদে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।