প্রেমের সেটিংস
- সেনাপতি আকাশ - আমার সব ভাবনা ২৬-০৪-২০২৪

নিশ্চয় আমি ও আমার স্বপ্ন উভয়ই অন্যের প্রেমের সেটিংস করতে সৃষ্টি হয়েছে।
আজ রবির আলতো জোছনায় আমার উড়তে মন চাইছে।
মেঘের নীড়ে-
কবিদের ভাবনার সাথে পাল্লা দিয়ে আমিও আবার উড়তে চাই-
পাখিদের ভিড়ে।
কবিতার কাব্যও যেন আজ অসমাপ্ত।
আমি আবারও উড়তে চাই নির্ভাবনায়।
আজ আমি পাখিদের ভীরের থেকে প্রেমের তীর ছোড়তে চাই- প্রত্যেক প্রেমীকের বুকে।আজ সীমাহিনভাবে ভাবতে চাই আমি।
আর ঐ মেঘের নীড় থেকে আমি সেদিনই নামব যেদিন-
সকল প্রেমিক তার ভালবাসায় জয়ী হয়ে আমাকে কৃতগ্গতার তীর মারবে।
আর ঐ তীরে একদিন আমি তীরবিদ্ধ হয়ে আমি আমার স্বপ্ন ভেঙ্গে লাফ দিয়ে উঠব আর বলব- আজও অনেক প্রেমিকের মন জয় করতে পারলাম।কিন্তু কখন জানি সেইদিন চলে আসে-
সেকথাটাও ভাবি।
যেদিন অন্যের প্রেমের সেটিংস করতে-করতে -না নিজের প্রেমিককেই অন্যের হাতে তুলে দেই।মনে হয় সেদিন ঐ তীর আমার বুকেই মৃত্যুর তীর হয়ে এসে বিধবে। আর আমি প্রেমহীন আত্মায় ওপারে নিজের প্রেম রেখে আবারো অন্যের প্রেমের সেটিংস করতে বের হবো।কারন আমাকে তৈরিই করা হয়েছে সেজন্যে।এজন্মে আর ঐজন্মে কি-
আমার সাত জন্মেও প্রেম হবেনা।
না হবে এপাড়ে আর না হবে ওপাড়ে।

রচনাকাল:০১/০৭/২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।