আজ তুমি কাছে নেই বলে
- হাসান আল মাহদী ২৬-০৪-২০২৪

আজ তুমি কাছে নেই বলে
এই ঘন বর্ষায় বৃষ্টির রিমঝিম ছন্দ ভালো লাগেনা,
ভোরের স্নিগ্ধ শান্ত পরিবেশে কেউ আলতো করে
ঘুম থেকে জাগিয়ে দেয় না।

আজ তুমি কাছে নেই বলে
ক্লান্ত দুপুরে কেউ আর খাবার নিয়ে অপেক্ষা করেনা,
শুধু নিরবে বোবা কান্নার ঘুঙুর ঘুঙুর শব্দ শূন্য হৃদয়ে
কাউকে দেখাতে পারিনা।

আজ তুমি কাছে নেই বলে
একলা বিকেল বেলায় বাগানে আর যাওয়া হয় না,
পুকুর পাড়ে বসে বসে কাটে আমার ব্যস্ত সময়
কেউ এখন সঙ্গ দেয় না।

আজ তুমি কাছে নেই বলে
সন্ধ্যায় এই ব্যস্ত শহরে কারো হাত ধরে হাটা হয়না,
চার দেয়ালের মধ্যে আটকে থাকি যেন
স্মৃতিরা আমার পিছু ছাড়েনা।

আজ তুমি কাছে নেই বলে
রাতের আকাশে বাসার ছাদে উঠে তারা গুনি না,
চাঁদ কে মনে হয় যেন নিরব একলা আমার মতো
জ্যোৎস্নার আলোতে মন ভরে না।

আজ তুমি কাছে নেই বলে
গভীর রজনীতে কেউ জেগে উঠে আদর করে না,
ঝিঝি পোকার সাথে হয় কথোপকথন
মনের কথা বুঝে তারা আর কেউ বুঝেনা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।