খেয়াল খুশি
- মুহাম্মদ হেলাল উদ্দিন - বিশ্বময় বাংলা ভাষা
সূর্য নিজে
গগণ হতে
খেয়াল খুশি আলো ছিটায়
পূর্ণ তেজে।
পাখি নিজে
বাসা হতে
খেয়াল খুশি ছড়িয়ে পড়ে
খাবার খোঁজে।
ফাগুন এলে
সাড়া ফেলে
খেয়াল খুশি ফুল ফুটিয়ে
প্রকৃতি সাজে।
কী জলে
কী স্হলে
চারিদিকে কান পাতিয়ে শুনতে পাবে
খেয়াল খুশি বেজে ওঠে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।