চলো সাজাই
- ফয়েজ উল্লাহ রবি

যখন তুমি একলা থাকো ভাবো কতো কথা
দেশের সেবাই করবে জীবন এটাই থাকে মাথা ।
দশ দিকে দশ অসুর এসে নিয়ে যাবে তুলে
বাধ্য হয়ে তুমিও যাবে ওদের সাথে চলে ।
একটু আলোর দেখায় তুমি আসবে জানি ফিরে
সেই অপেক্ষায় কিছু যে লোক দাঁড়ায় আঁধার ভিড়ে ।
তুমি-আমি মিলে-মিশে চলো সাজাই ভুবন
জেগে উঠো ফিরে এসো এইতো নয় যে স্বপন ।

২০ মে ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।