মিথ্যেবাদী
- ফয়েজ উল্লাহ রবি
জানে সবাই মিথ্যেরই ক্ষয় তবু থাকে চুপ
সত্য বিশাল সাগর সমান নয় তো তা কূপ ।
আজ দেখি তো মিথ্যেরা সব বেঁধেছে এক জোট
সত্য বলা মানুষ গুলো শুধুই একটা ভোট ।
ক্ষমতার ঐ আসন পেতে করছে কতো খুন
রোজ সত্য মরে হাজার-হাজার ধরেছে যে ঘুণ ।
এই সমাজে সত্য বলা এখন যেনো অপরাধ
বদলাবে দিন আসবে সু-দিন ভেঙে সব অপবাদ ।
২০ মে ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।