আঁ ধা র
- ফয়েজ উল্লাহ রবি

#
আমি যখন আঁধার পথে তুমি আলো খোঁজ
সকাল হয়ে আসবো যখন তুমি কি তা বুঝো ।
দূর করে সব আঁধার আমি আলোয় ভরে ভুবন
তখন তুমি হবে কি মোর করবে আমায় আপন ।
মিথ্যে গুলোর দলে বেঁধে ভাসবে সাগর জলে
সত্য নিয়ে আসবো যখন তুলবে কি গো কোলে ।

#
যা ভাবে লোক হয়না তা ঠিক কভু বদলে যায়
নামলে পথে আলোর দেখা পথিক খুঁজে পায় ।
হারবে বলে থাকলে বসে; সেই তো কাপুরুষ
'জীবনটাই এক যুদ্ধ ক্ষেত্র' আসবে ক'বে হুঁশ ।

২০ মে ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।