ব্যবধান
- ফয়েজ উল্লাহ রবি

#
'বুক ফাঁটে তাঁর মুখ ফোটেনা' চুপায় মনের কথা
চলছে দেখো সোজা হয়ে শরীর জুড়ে ব্যথা ।
এক আকাশে একই বাতাস 'ভালোবাসি হয়না বলা'
পাশাপাশি চলছে কতো - তবু হয়নি চলা ।
#
পাখির কাছে খবর দিলাম - বাতাস গিয়ে বলে
না শোনার-ই ভান করেছো; রইলে বধির দলে ।
মেঘের কাছে চিঠি দিয়ে - বসেই থাকি রোজ
জবাব দেবো ভালোবাসবে রাখবে আমার খোঁজ ।
সেই তুমি আজ দূরে থাকো আমায় ভুলে রাখো
তোমার বাঁশি বাজে মনে তা কি জানো নাকো ।
#
যখন আমি আকাশ দেখি - দেখো তুমি তারা
একটি কদম চললে সাথে থাকবো পাশে খাড়া ।
সাগর হয়ে ধুয়ে নেবো কান্না চোখের জল
সূর্য হয়ে আলো দেবো - থাকবি পাশে বল ?

২২ মে ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।