ব্যব ধান-দুই
- ফয়েজ উল্লাহ রবি

থাকতে সময় প্রেমের খুঁজে ঘর ছেড়ে হও বাহির
খুঁজে দেখো পাবে পাশেই ভালোবাসায় বীর ।
মন যদি মন যায় মিলে যায় সাজাও সুখের নীড়
দেখতে তোমার সুখের আবাস করবে লোকে ভিড় ।
#
যদিও মিলে অফিস ছুটি জুটে না তো জুটি
এই বাজারে দ্রবমূল্য; কোথায় যাবো ছুটি !
একলা জীবন একাই মানুষ আছে বড় সুখে
সঙ্গী নিলে জীবন সাথে থাকবে শুধু দুঃখে ।
মনে-মনে মিল না হলে জীবন তোমার বৃথা
দুই জগতের দুইটি প্রাণী ! তবেই তখন তিতা ।
#
সুখেই থাকে সে যখন তাঁর মনে আমার আবাস
চলে গেলেই আসবে নেমে তাঁর সকল সর্বনাশ ।
দুঃখকে দূর করেই নিয়ে আসি সুখের সুবাস
কান্নার জল ভাসিয়ে সাগর দেই যে সুখের আভাস ।

২২ মে ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।