স্নেহী
- মাহমুদুল মান্নান তারিফ - নির্বাচিত
অজয়ারে বনেনারে
হেরে গেছে সর্বজীবে,
তেজের অনল ছিলো
পরিণত সর্প জিবে।
স্নেহের বকুল হয়ে
হৃদয়ের ছায়া রূপে
আজ সেতো উচাটন
ফেলে রাখি মায়া কূপে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।